মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরবর্তী জেলে পল্লীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় একটি ইটভাটায় অব্যাহতভাবে মাটি কেটে নেওয়ার ফলে নদের তীর ভেঙে পড়ছে। এ ঘটনায় দুই শতাধিক পরিবার ভিটেবাড়ি হারিয়ে যাযাবর জীবনযাপন করছেন। উপজেলার রাড়ুলি ইউয়নের জেলে পল্লী এলাকায় অবস্থিত কপোতাক্ষ নদে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন ও কলেজ শিক্ষক মোমিন উদ্দিন জানান, পার্শ্ববর্তী মিনারুল ও ডালিম সরদারের ইটের ভাটার জন্য প্রতিবছর মেশিন দিয়ে এ নদ থেকে যাবতীয় মাটি কেটে নিচ্ছে। এর ফলে নদীতে জোয়ারের পানির চাপ বেড়ে তীর ভেঙে পড়েছে। গত ৭ বছর ধরে ভাঙনের তীব্রতা বেড়েছে। এ কারনে দুই শতাধিক পরিবার ভিটেবাড়ি ছাড়া হয়েছে। যাযাবরের মত জীবনযাপন করছেন অন্যত্র। কেউ চলে গেছেন ভারতে। এখনো বসবাসকারী ৬০-৭০টি পরিবার আতঙ্কে রয়েছে।
এ ব্যাপারে ইটভাটা মালিক মিনারুল ইসলাম বলেন, উপজেলার তালা থানার শাহজাতপুর গ্রামের ভুট্টর কাছ থেকে লিজ নেওয়া যে জমি নদীতে চলে গেছে, সেই জমি থেকে মাটি কাটছি। দ্রুত ভাঙন রোধ না করা হলে জোয়ারের পানি বৃদ্ধি পেলে ভাঙনের তীব্রতায় পানি ঢুকে বিশাল এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।