ডেস্ক রিপোর্ট::  বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজিত কনসার্টে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২৬) শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি চলছিল। সন্ধ্যার পর ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা।

কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় অসংখ্য মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে মেহেদীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here