কক্সবাজার শহরের পাহাড়তলীতে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের ছোটভাই আলাউদ্দিনকে (২৮) হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আালাউদ্দিনের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে ১৯ জানুয়ারি রাতে এ মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর রাতে মামলা রেকর্ড করা হয়েছে। এতে একই এলাকার মোহাম্মদ হোছন (২৫), শাহেদ (২৩), ওমর মিয়া, ফরিদ, মিজান, রহিমা, জিয়া, মনিরুজ্জামান ও অলি আহমদকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আহত অলি আহমদ কক্সবাজার সদর হাসপাতালে এবং ওমর মিয়া ও রহিমা খাতুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আটক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার শহরের সন্ত্রাসীদের বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে আলাউদ্দিনকে ১৮ জানুয়ারি রাতে হত্যা করা হয়। সে পশ্চিম পাহাড়তলি এলাকার মৃত আবুল হাশেমের পুত্র এবং কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের ছোট ভাই।
পরিবেশ সাংবাদিক পুরস্কার প্রবর্তন ও উপজেলা চ্যাপ্টার পুনর্গঠনের সিদ্ধান্ত।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামাল আজাদ/কক্সবাজার