ডেস্ক রিপোর্ট::  কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শফিকুল ইসলাম (২৬) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এনিয়ে ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রহিম উল্লাহ (৩০), আরমান (২২) ও শাহিন (৩৫) নামে তিনজনের মৃত্যু হয়। এছাড়া গত ৩ সেপ্টেম্বর একই ঘটনায় দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়। তার আগে ২ সেপ্টেম্বর ঢাকায় নেওয়ার পথে আয়ুব আলী নামে আরেক জেলের মুত্যু হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here