বাংলাদেশ প্রিমিয়ার লীগে উত্তাপ উত্তাপ ছড়াচ্ছে কক্সবাজারে। সে উত্তাপের অংশ হিসেবে আজ ১৩ জানুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্টের বালিয়াড়িতে পালিত হয়েছে পর্যটকদের জন্য চাই নিরাপদ সৈকত শ্লোগান সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বি পিএল)এর আয়োজনে ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপদ রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষার্থে আইনশৃংখলাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। উক্ত মানববন্ধনে বিপিএল বিসিবি, স্থানীয় ও দেশ বিদেশ থেকে আগত পর্যটক অংশগ্রহণ করে নিরাপদ সমুদ্র সৈকত রক্ষার সাথে একাত্বতা ঘোষণা করে।
মানববন্ধনোত্তর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর চেয়ারম্যান আশরাফুজ্জামান লিপু, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড়ের পরিচালক রিদুয়ান, বাংলাদেশ ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদসহ বিপিএল ও বিসিবি কর্মকর্তাগণ।
এ দিকে ক্রিকেট লীগের উত্তাপের অংশ হিসেবে শুক্রবার বিকাল ৪টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের বালিয়াড়িতে বিপিএল টি-২০ এর থিম সং (বীচ কনসার্ট) আয়োজন করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল ও ইভেন্ট স্বত্ব কিনে নেয়া গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট এ আয়োজন করেছে।
আজ শুক্রবার বিকাল চারটায় সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিতব্য কনসার্টে অংশ নিতে ইতোমধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ( বেলা সাড়ে ১১টা পর্যন্ত) করেছেন ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পি শ্রেয়া ঘোষাল, ভারতের ওই শিল্পিদ্বয় ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পি জেমস, নির্বাচিতা, রিঙ্কু, নিশীতা ও ইমরান অংশ নেবেন বিপিএলের প্রথম আসরকে সামনে রেখে আয়োজিত এই কনসার্টে। টি-টোয়েন্টি ক্রিকেটের থিম সংটি কম্পোজিশনে রয়েছেন ভারতের আরেক জনপ্রিয় কন্ঠ শিল্পি ও সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি।
এদিকে বিপিএলের ওই কনসার্টে চমক হিসেবে যোগ দিতে পারেন ভারতের জনপ্রিয় ট্যালেন্ট হান্ট অনুষ্ঠান ইন্ডিয়ান আইডল তারকা অমিত পল। ভিসা সংক্রান্ত জটিলতার কারনে তার বাংলাদেশে আসার ক্লেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটির অনেকটাই সমাধান হয়ে গেছে বলে বিপিএল সংশ্লিষ্ট সুত্রটি উল্লেখ করেছেন।
এ ব্যাপারে বিপিএল চেয়ারম্যান আশরাফুজ্জামান লিপু সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অমিত পাল কনসার্টের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি এখনো ঢাকায় না পৌছায় সঠিক ভাবে বলা যাচ্ছেনা। যদি ঢাকায় আসেন তাহলে থিম সং কনসার্টে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামাল আজাদ/কক্সবাজার