কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে ১ কেজি ৯শ গ্রাম হিরোইনসহ মোহাম্মদ সেলিম (৩৮) নামের এক পাচারকারিকে আটক করেছে ৪২ বিজিবি। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় টেকনাফ ৪২ বিজিবির হোয়াইক্ষ্যং বিওপির সুবেদার নুরুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার সমতা ব্রীজ এলাকায় সোদিয়া সার্ভিস বাসে তল্লাশী চালিয়ে এসব হিরোইনসহ তাকে আটক করে।
হোয়াইক্ষ্যং বিওপি সুবেদার নুরুল আমিন জানিয়েছেন. ঢাকা থেকে সৌদিয়া সার্ভিসে চট্টমেট্ট্রো ব -১১-০৬৭৫ নাম্বারের বাসযোগে হিরোইন চালান কক্সবাজারের টেকনাফের উদ্দেশ্য আসছে এমন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১ কেজি ৯শ গ্রাম হিরোইনসহ মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে। আটককৃত সেলিম চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিকাইন এলাকার নুরুল হকের ছেলে এবং আটককৃত হেরোইনের মূল্য আনুমানিক দেড় কোটি টাকা ধরা হয়েছে।
৪২ বিজিবি টেকনাফের অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ দিকে সকাল ১০ টায় ধৃত সেলিমকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কালাম আজাদ/কক্সবাজার