মালয়েশিয়া যাত্রাকালে ইঞ্জিনচালিত নৌকাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ । বুধবার রাতে কক্সবাজার শহরের ফিশারি ঘাট এলাকার বাঁকখালী নদীর মোহনা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ এদের আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বদরুল আলম তালুকদার জানিয়েছেন, নৌকা নিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার চেষ্টাকালে এদের স্থানীয় লোকজন আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পটিয়া উপজেলার জাহাঙ্গীর, মিয়ানমার নাগরিক সেলিম উল্লাহ, হাশেম, সুলতান, শুক্কুর, আবদুর রহিম, দিলদার, মোহাম্মদ আলম, ইসমাইল ও ইউনুছকে আটক করে এবং নৌকাটি জব্দ করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামাল আজাদ/কক্সবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here