ডেস্ক রিপোর্ট::  রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের পর সারাদেশে ব্যাপক অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। সারাদেশের মতো কক্সবাজারে হোটেলে ও রেস্তোরাঁয় অভিযানে নেমেছে জেলা প্রশাসন। এ সময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বিচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় পাওয়া গেছে। অগ্নিনির্বাপক অনেক যন্ত্র অচল। তাদের ২ মাসের সময় বেধে দেওয়া হয়েছে।

অভিযান নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্টের ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here