ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী শীঘ্রই দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস।

কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতার বরাত দিয়ে গত শনিবার পত্রিকাটির একটি প্রতিবেদনে বলা হয় চার থেকে আট সপ্তাহের মধ্যে রাহুল কংগ্রেসের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর এর পরপরই কংগ্রেসের মূল কমিটি এবং সরকারে দিকনির্দেশনা দেয়ার কাজ থেকে নিজেকে গুটিয়ে নেবেন রাহুলের মা এবং দলের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী।

১৯৪৭ সালে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর নেহরু-গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকারীরাই অধিকাংশ সময় ভারতের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থেকেছে। কিন্তু গত নির্বাচনে জয়ী হয়েও দলের পক্ষ থেকে মনমোহন সিংকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পাঠান সোনিয়া। তবে কংগ্রেসের প্রধান হিসেবে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here