পাকিস্তানের বিশিষ্ট শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ ফতেহ্ আলী খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয় ৮২ বছর। গেল ০৪ ডিসেম্বর বুধবার থেমে যায় এ জাদুকণ্ঠ। ‘মোর পিয়া মোসে বোলে না’ এ অসাধারণ ঠুমরীই বারবার স্বরণ করিয়ে দেয় ফতেহ্ আলী খানকে।

গত কয়েকদিন ফুসফুস জনিত অসুখের কারনে তিনি পাকিস্তানের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, পাতিয়ালা ঘরানার এ সংগীতশিল্পী দেশটির রাজধানীর ইসলামাবাদের হাসপাতালেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

১৯৩৫ সালে পাতিয়ালা শহরে জন্মগ্রহন করেন ওস্তাদ বড়ে ফতেহ্ আলী খান মাত্র ১২ বছর বয়সে পাতিয়ালার মহারাজের সভাগায়কহিসেবে দরবারে যোগ দেন। সেই সময়েই তাদের পারিশ্রমিক ছিল মাসে একশ টাকা।

এ কিংবদন্তী শাস্ত্রীয় সংগীতশিল্পী পাকিস্তানের ‘প্রেসিডেন্ট প্রাইড অফ্ পারফরমেন্স’ পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স সহ পৃথিবীর অনেক দেশে সংগীত পরিবেশনসহ সংগীতের শিক্ষকতাও করেছেন। বিশ্বব্যাপীই ছড়িয়ে রয়েছে তার অসংখ্য শিক্ষার্থী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here