মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুরে গরীব অসহায় কর্মহীন ৪৫০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় ও রোজার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক ইউপি মেম্বার ইব্রাহিম খলিল।

উপকুলীয় অঞ্চল হওয়ায় প্রয়োজনের তুলনায় এখানে ত্রান সামগ্রী অনেক কম এসেছে এতে করে নদী কুলের মানুষের মধ্যে এক ধরনের হাহাকার সৃষ্টি হয়েছে। এতে রয়েছে চাল, আলু, আটা, ডাল, তৈল, পেঁয়াজ এবয় রমজানের জন্য ছোলা, খেঁজুরসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ।

চর জব্বার থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন নিজেও গোপনে খাদ্য পৌঁছে দিচ্ছেন এবং উদ্বুদ্ধ করছেন সমাজের বিত্তবান ও হৃদয়বানদের। ওসির ফোনে উদ্বুদ্ধ হয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে গ্রামের গরীব অসহায়দের মাঝে ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেন ইব্রাহিম খলিল।

বুধবার বিকেলে উপজেলার গোয়ালখালী ঘাটে কয়েকজনের মাঝে ত্রাণ দিয়ে বাকীদেরকে বাড়ি বাড়ি নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সাবেক এই মেম্বার।পর্যায়ক্রমে সাধ্য অনুযায়ী ত্রাণ দেওয়া অব্যহত রাখবেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here