ডেস্ক রিপোর্ট:: রাশিয়ার বিদ্রোহের চেষ্টায় থাকা আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিনকে সমর্থনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মিখাইল খোদরকোভস্কি।
প্রিগোঝিন মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।
খোদরকোভস্কি একসময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ওয়াগনারের বিদ্রোহের খবর আসার পর তিনি বলেন, আমাদের এখনই সাহায্য করা দরকার এবং যদি প্রয়োজন হয় তবে আমরা লড়াই করব।
পুতিনের সঙ্গে মতবিরোধের পর খোদরকোভস্কি ১০ বছর রাশিয়ার কারাগারে কাটান এবং রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মস্কোর মেয়র ঘোষণা করেছেন যে রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, যেসব তথ্য আসছে তার পরিপ্রেক্ষিতে মস্কোতে যাতে নিরাপত্তা জোরদার করা যায়, সেজন্য সন্ত্রাসবিরোধী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, সড়কে বাড়তি নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। পাবলিক ইভেন্টগুলোও সীমাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।