আ হ ম ফয়সল, ঢাকা

মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পদার্পণে দেশের প্রথম ২৪ ঘন্টা বিনোদন টেলিভিশ ‘চ্যানেল নাইন’ চলতি জানুয়ারী মাসেই সম্প্রচারে আসছে। ভালো কিছু করার প্রত্যয়ে চ্যনেটি সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে বিনোদন, খেলাধুলাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠান সম্প্রচার করবে।

মঙ্গলবার (৪ জানুয়ারী) রাতে হোটেল সোনারগাঁয়ে চ্যানেল নাইনের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে চ্যানেটির ব্যবস’াপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বিপিএল টি টুয়েন্টি ও সিসিএল এর খেলা সম্প্রচারের জন্য চুক্তিবদ্ধ   হয়েছি। অচিরেই সারা বিশ্বের মানুষ এ চ্যানেলটির অনুষ্ঠান দেখতে পারবে। দর্শকদের সুবিধার্থে নূনতম বিজ্ঞাপনে নিজেদের মেধা দিয়ে অনুষ্ঠান নির্মান করে তা প্রচার করবে চ্যানেল নাইন।

এক প্রশ্নে জবাবে ব্যবস’াপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পি বলেন, মুক্তিযুদ্ধে ৯ মাসের যুদ্ধকে স্মরণীয় করে রাখতে চ্যানেলটির নাম ‘নাইন’ দেয়া হয়েছে।

চ্যানেলটির পোগ্রাম হেড খোরশেদ আলম বলেন, এ চ্যানেলে দেশাত্ববোধক, শিশুদের অনুষ্ঠান, রান্না, খেলাধুলা, স্বাস’্য বিষয়ক, সামরিক-আধা সামরিক ও নিরাপত্তা বাহিনীর অনুষ্ঠান, নাটক, প্রতিভা অন্বেষনের রিয়েলিটি শো প্রচার করা হবে।

 

ahmfoysoul@yahoo.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here