সাভার : ৬০ কোটি টাকা মূল্যের ১০ দশমিক ৪০ একর সরকারি জমি আত্মসাতের অভিযোগে সাভারের সাবেক এসিল্যান্ড, ভূমি অফিসের কর্মকর্তাসহ ৫জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রাতে দুদকের সহকারী পরিচালক আবু হেনা আশিকুর রহমান বাদী হয়ে এ মামলাটি (নং-৫২) দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে- সাভারের সাবেক সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন হায়দার (বর্তমানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব), আশুলিয়া ভূমি অফিসের সাবেক ভূমি উপ-সহকারী শৈলেশ চন্দ্র দাশ (বর্তমানে ঢাকা গুলশান সার্কেলের গোবিন্দপুরের ভূমি উপ-সহকারী), আশুলিয়া ভূমি অফিসের সাবেক ভূমি উপ-সহকারী আজগর আলী (বর্তমানে ঢাকার ক্যান্টনমেন্ট সার্কেলের ক্যান্টনমেন্টের ভূমি উপ-সহকারী) এবং আশুলিয়া উপজেলার টংগাবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল কাদের ও আলী আমজাদ।
মামলার বিবরন থেকে জানাগেছে, মামলার আসামিরা পরস্পর যোগসাজসে সাভার উপজেলার বাসাইদ মৌজায় ৬০ কোটি টাকা মূল্যের ১০ দশমিক ৪০ একর সরকারি (সরকারের ডেপুটি কমিশনার-ঢাকার নামে রেকর্ডভূক্ত রয়েছে) জমি আত্মসাত করে।
সাভারের বাসাইদ এলাকার মালু মাতবর নামক এক ব্যক্তির সরকারি এ জমি নিজের দাবি করে জেলার জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা (১০৩/৬৫) দায়ের করেন।
পরে ওই মামলার চূড়ান্ত রায়ে মালু মাতবর জয় লাভ করে। কিন্তু পরে তৎকালীন সরকারি কৌশলী (জিপি) উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিলিও করেননি।
এমনকি মামলা সংক্রান্ত কোনো তথ্য ঢাকার জজকোর্টে পাওয়া যায়নি।
আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে বলেও পুলিশ জানিয়েছে।
এস এম আব্দুল্লাহ/