ঢাকা : শোকাবহ ২৫ ফেব্রুয়ারিতে এশিয়া কাপের আড়ম্বরপূর্ণ উদ্বোধনের মাধ্যমে পিলখানা দিবসকে অশ্রদ্ধা করা হয়েছে বলে দাবি করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সরকার জনগণের অধিকার হরণের জন্য সব রকমের কৌশল অবলম্বন করেছে। সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সরকার সঠিকভাবে তাদের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে দিচ্ছেনা। যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও মত দেন তিনি।

ফখরুল বলেন, পিলখানার বিদ্রোহের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। যারা বাংলাদেশে স্বাধীনতা ও গণতন্ত্রকে দূর্বল করে নিরাপত্তাহীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারাই এ ঘটনা ঘটিয়েছে।

প্রতিবছর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনাসভার অনুমতি দেওয়া হলেও এবার তার অনুমতি না দেওয়ায় বিএনপি এর তীব্র নিন্দা জানিয়েছে বলেও মত দেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here