এ বছর পাকিস্তানের তিনজন ক্রিকেটার ম্যাচ ফিক্সিং’এর কারণে কারাদণ্ডে দণ্ডিত হন৷ শচীন তাঁর একশোতম সেঞ্চুরি এখনও করে উঠতে পারেননি৷ বাংলাদেশের ক্রিকেটে প্রত্যাশামত উন্নতি ঘটতে পারেনি৷
পাকিস্তানের তিনজন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফএবং মোহাম্মদ আমিরকে ম্যাচ ফিক্সিং- এর অভিযোগে কারদণ্ড দেয়া হয়৷ এর ফলে পাকিস্তানের ক্রিকেট দলকে ঘিরে সন্দেহের দানা বাধতে থাকে আন্তর্জাতিক বিশ্বে৷ তবে খেলার মাঠে পাকিস্তানের মিসবাহ-উল-হক সবাইকে দেখিয়ে দেন যে, আশা এখনো আছে৷ আরব আমিরাতে শ্রীলঙ্কার সঙ্গে খেলে পাকিস্তান এবং ম্যাচ জিতে নেয়৷ অফ স্পিনার সাইদ আজমল এবছর আন্তর্জাতিক টেস্টে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেন৷ এছাড়া শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজও ওয়ান ডে ইন্টারন্যাশনালে শ্রেষ্ঠ ছয় ক্রিকেটারের তালিকায় নিজের আনতে সক্ষম হন৷
২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক৷ এরপরও দারুণ কিছু খেলেনি বাংলাদেশ৷ এমনকি আগস্ট মাসে জিম্বাবোয়ের কাছেও শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল বাংলাদেশ৷ তবে সুখবর হল, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান শেষ টেস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং আইসিসি’র টেস্ট অলরাউন্ডার হিসেবে শীর্ষে পৌঁছে যান৷
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস ডেস্ক নিউজ