ডেস্ক রিপোর্টঃঃ  আসন্ন এশিয়া কাপ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। টুর্নামেন্ট পাকিস্তানেই হলে দল না পাঠানোর কথা বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে অন্য কোনো দেশে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব তারা মানবে না।

পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি এসিসির এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে বলেছেন, প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে দেওয়া হলে আমরা মানব না। ক্রিকেটারদের জন্য আমরা প্রয়োজনীয় সব রকম নিরাপত্তার ব্যবস্থা করব। ভারতীয় দলের নিরাপত্তাতেও কোনো গাফিলতি থাকবে না।

ফলে উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষও কড়া বার্তা দিয়েছে এসিসিকে।

এ অবস্থায় চাপ তৈরি করছে সম্প্রচারের স্বত্ব পাওয়া টেলিভিশন চ্যানেলও। স্বত্ব বিক্রির সময় এসিসি ম্যাচের যে তালিকা দিয়েছিল, তাতে কমপক্ষে দু’টি ভারত-পাকিস্তান ম্যাচের কথা উল্লেখ ছিল। সে ভাবেই চুক্তি হয়েছিল। এখন ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সেই চুক্তিভঙ্গ হবে।

একাধিক ভারত-পাকিস্তান ম্যাচ হবে ধরে নিয়েই সম্প্রচারকারী চ্যানেল কথা বলেছিল বিজ্ঞাপনদাতাদের সঙ্গেও। বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চ্যানেলকে। চুক্তিভঙ্গের অভিযোগ এনে সেই ক্ষতির দায় তারা চাপিয়ে দিতে পারে এসিসির ঘাড়ে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here