এমি জান্নাত
এমি জান্নাত

বিষন্ন প্রেম

বিষন্নতা কে আজ ছুটি দেবো ভাবছি
যদিও সে এক অলীক ভাবনা
তুই তো আমার অভ্যাস
ভালোলাগা ভালোবাসার নিত্য সংগী
তাই আলাদা করে দেখিনা তোকে
তবে আজ কেন আলাদা লাগছে?
তুই কি পালাতে চাইছিস তবে!
কিন্তু সে পথ নেই; তুইও জানিস, আমিও
তুই আমার আপন বড়
বড্ড কাছের প্রিয় আপদ!
ভাবিস না তুই, দেবোনা ছুটি
ভুল করে ভুল ভেবেছি
শাস্তিটাই তাই তুইতো দিবি
প্রণয় হবে আমরণের!

 

অনুরাগ
তুমি হীনা রোজ অশ্রুজল
ভিজিয়ে আমায় দু’ ক্লান্ত চোখে
ছুঁয়ে যায় আলতো আদর মেখে
পথ ভুলেও ভুলিনি স্মৃতি
আগলে রাখা প্রেমের তিথি…
আমি পারিনি সে বেলায়
না বলা কথার ভাঁজে আমায় খুঁজে পেতে
না দেখা পথের খোঁজে তোমায় ফিরে পেতে
ভালোবাসা আড়ি করেই
মিথ্যে ছোঁয়া অংগে মাখে
যদি এসে আঙুল ধরো
সে অনুরাগ পুষেই রাখে
পথ ভুলেও ভুলিনি স্মৃতি
আগলে রাখা প্রেমের তিথি…

 

কবিতা!
আচমকা অবসর!
ভাবলাম লিখে ফেলি একটা কবিতা।
কিন্তু হচ্ছে কি!
অগোছালো ছন্দ হারা কি সব যেন!
নিজেরাই এলোমেলো একাকার..
আবার ভাবছি তোমায় নিয়ে লিখি
কিন্তু কবিতা তোমায় কবেই হারিয়েছে
নাকি তুমি কবিতাকে?
সে যা হোক, আজ বুঝি হবে না কিছু
আজ প্রেমহীন ছন্নছাড়া চারপাশ
বাবুই পাখিও বাসা বাঁধে না
ময়ুর পেখম মেলতে ভুলেছে বুঝি
পথের ছেলেটা আজ বীনে খাবার পায়নি
কাকে খেয়ে চলে গেছে
তাই বুঝি আজ হবে না কবিতা
হবে না ক্লান্ত মনের প্রশান্তি
আজ দূরেই যাক না সকল সুখের আলাপন।

 

লেখক- এমি জান্নাত, ফিচার রাইটার।  jannat.amy05@gmail.com

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here