
-এমি জান্নাত
প্রতীক্ষা
-এমি জান্নাত
আজ শান্ত বিকেলেও অবাধ্য প্রহর যেন
প্রতীক্ষিত এক পশলা বৃষ্টির জন্য
কেন যে কাঁদে না আকাশ
হাসেও না রৌদ্রস্নানে
রুপালী মেঘ উড়ে চলে প্রতিক্ষণ
এ যেন অমোঘ লুকোচুরি
নেই কোনো কালো মেঘ
নেই ঝিকিমিকি রোদের খেলা
সারাবেলা গোধুলির রং
এ তো চাওয়া নয়
বুকফাটা কান্নায় ভেঙে পড়ুক ওই আকাশ
না হয় রোদের তাপে জ্বালিয়ে দিক
তবু এলোমেলো হবে না কোন বিকেল
বারান্দায় কাটবে না কোন অস্থির সকাল
উম্মাদ হবে না কোন সন্ধ্যায়
এক মুঠো নিবিড় শান্তির অপেক্ষায়।