অবশেষে সিনেমাভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন মডেল ও নাট্যাভিনেত্রী মোনালিসা। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি এখনও চুক্তিবদ্ধ হননি। তবে প্রাথমিক কথা চূড়ান্ত হয়েছে। মোনালিসা সম্মতি জানিয়েছেন। চলতি সপ্তাহেই তাকে চুক্তিবদ্ধ করা হবে বলে জানা গেছে। আর এই ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনায় আসছে প্রকাশিতব্য নতুন টিভি চ্যানেল নাইন। ছায়াছবি নামের এই সিনেমাটি পরিচালনা করবেন প্রজাপতি খ্যাত পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। আগামী ২০ নভেম্বর পরিচালক মোস্তফা কামাল রাজ মুম্বাই যাবেন ছবির গান রেকর্ডিং করতে।

16.11-10এই ছবির সব গানে কণ্ঠ দেবেন ভারতীয় কণ্ঠশিল্পী। এরই মাঝে বেশ কয়েকটি গানের সুর সংগীত তৈরি করা হয়েছে। পরিচালক আরও জানান, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন এই ছবির শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে তার। ছবিতে অন্যতম প্রধান চরিত্রে এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে আরেফিন শুভকে। এ ছাড়া আরও একজন জনপ্রিয় অভিনেতা এ ছবিতে থাকবেন। আর প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করবেন মোনালিসা। পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, “মোনালিসার সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে। তিনি মৌখিক সম্মতি দিয়েছেন। দুয়েক দিনের মধ্যে আমি তার সঙ্গে গল্প নিয়ে বসব। আশা করছি তিনি কাজ করবেন।” মোনালিসা বলেন, “মোস্তফা কামাল রাজ ভাই আমাকে যে গল্পের লাইনআপ শুনিয়েছেন সেটা আমার পছন্দ হয়েছে। হয়তো এবার সিনেমাভিনয় করব। তবে এখনও চূড়ান্ত করিনি। এ সপ্তাহেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here