নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার ২০ বছর আগে মৃত দোলন ও দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ২০ জানুয়ারী শুক্রবার সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা স’ানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালনী বাজার মাঠে প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন খান।
বক্তব্য রাখেন, সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অবঃ) কেএম সফিউল্লাহ (বীর উত্তম) রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, যুবলীগের সভাপতি ফারুক হাসান, ছাত্রলীগের সভাপতি তাবিবুল কাদির তমাল, শেরে আলম ভুঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১৪ জানুয়ারি জিন্দা গ্রামের ২০ বছর পূর্বে মৃত কৃষক দোলনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্ধের জের ধরে জিন্দাপার্কে হামলার ঘটনায় একটি কুচক্রিমহল মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের মাঝিপাড়া এলাকায় অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মাকসুদুর রহমান কামাল, নারায়ণগঞ্জ