‘ধুম ৩’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাবে রাজী না হলেও, বলিউডের আরেক খান শাহরুখের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলেই জানালেন হলিউডি অভিনেত্রী হিদার গ্রাহাম। খবর মিডডেডটকম- এর।
অতি সম্প্রতি নিজের এমন ইচ্ছার কথা প্রকাশ করেছেন ৪১ বছর বয়সী এই ‘হ্যাংওভার’ তারকা। কিছুদিন আগে গোয়া ফিল্ম ফেস্টিভালেও তিনি শাহরুখের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছিলেন।
সেখানে শাহরুখের কাছ থেকে বলিউডি ছবিতে কাজের প্রস্তাব পেয়ে তিনি সবুজ সংকেত দিয়েছিলেন।
হিদার বলেছিলেন, ‘আমি শাহরুখ খান সম্পর্কে অনেক কিছুই শুনেছিলাম। কিন্তু তিনি যে এতোটা জনপ্রিয় সেটা এই ফেস্টিভালে না এলে বুঝতেই পারতাম না। আমাদের ভেতর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে শাহরুখের সঙ্গে হয়তো শিগগিরই কাজ করবো আমি।’
এদিকে, হিদারের এমন সিদ্ধান্তে টিনসেলের অনেকেই বলাবলি করছেন, তবে কী আমিরের চেয়ে শাহরুখকেই বেশি পছন্দ করেন তিনি!
অবশ্য এমন মন্তব্য মানতে নারাজ যশরাজ ফিল্মসের সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা। তার মতে, ‘এমনটা বলা যায় না। কারণ অর্থ এবং শিডিউল জটিলতার কারণেই ‘ধুম ৩’ প্রজেক্টে যুক্ত হতে পারেননি হিদার।’