ডেস্ক রিপোর্ট:: একেবারেই কাঁচা বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা বনে গিয়েছিলেন ম্যাসন গ্রিনউড। ক্রিশ্চিয়ান রোনালদোর সঙ্গে মাঠ ভাগাভাগি করেছেন, গোল-অ্যাসিস্ট করে দলের গুরত্বপূর্ণ তারকাও হয়েছিলেন। তবে বান্ধবীকে নির্যাতনের অভিযোগে ক্লাব আর জাতীয় দল সবখানেই জায়গা হারিয়েছিলেন তিনি।
সেই অভাব পূরণ করতেই আয়াক্স থেকে উড়িয়ে আনা হয়েছিল ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনিকে। তবে ভাগ্যটা এমনই খারাপ ইউনাইটেডের, এবার অ্যান্তোনিকেও একই অপরাধে বাদ দিতে হচ্ছে তাদের। সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা কাভারিলের করা অভিযোগের প্রেক্ষিতে আগেই ব্রাজিল দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার ম্যান ইউনাইটেড থেকেও বাদ পড়তে হচ্ছে তাকে।
সাও পাওলোর মডেল কাভারিল শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। ওই ঘটনায় সাও পাওলো এবং ম্যানচেস্টারের পুলিশ তদন্ত শুরু করেছে। এরই প্রেক্ষিতে ম্যান ইউনাইটেড বিবৃতি দিয়ে জানিয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দলের অনুশীলনের বাইরে থাকবেন এই ব্রাজিলিয়ান, ‘যারা জাতীয় দলের সঙ্গে নেই তারা সোমবার অনুশীলনে ফিরবেন। তবে অ্যান্তোনির দেরি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দলে যোগ দেবেন না তিনি।’
এদিকে শুরু থেকেই সাবেক প্রেমিকাকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন অ্যান্তোনি। দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নেই। তবে ম্যানইউ-এর সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। বিবৃতিতে অ্যান্তোনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আমি ম্যানইউ-এর ট্রেনিংয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সম্মত হয়েছি।’
অ্যান্তোনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার সতীর্থদের সঙ্গে যেন ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি না হয় সেজন্য দলীয় অনুশীলন থেকে দূরে থাকা বিষয়ে এই সমঝোতা হয়েছে।