১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। গত বছর এ সংখ্যা ছিলো ১৩ লাখ ১৫ হাজার ২ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫ হাজার ৫৫ জন।
এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন, দাখিলে ২ লাখ ৭৫ হাজার ৯৩০ ও কারিগরি বোর্ডে ৯১ হাজার ১৫৮ জন।
এবার মোট কেন্দ্র সংখ্যা ২ হাজার ৪৬৪ ও প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৮৫৫টি।
রবিবার সচিবালয়ের অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, এবার প্রতিবন্ধীদের সময় বাড়িয়ে ২০ মিনিট করা হয়েছে। এছাড়া এ বছর কেন্দ্রের সাথে বোর্ডগুলোর অনলাইনে যোগাযোগ করবে।
ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার