এবারে ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ডেস্ক নিউজ :: ফ্রান্সে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা মারাত্মক বলে জানা গেছে।

রাজধানী প্যারিস থেকে জার্মান সীমান্তবর্তী স্টরাবোর্গগামী রেললাইনের উচ্চগতির ট্রেন পরীক্ষামূলক ভাবে চালানোর সময়ে দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই ফ্রান্সের জাতীয় রেলওয়ে এনএনসিএফ’এর কর্মী। ২০১৬ সালের এপ্রিল এই লাইন চালু করার কথা রয়েছে।

উচ্চগতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অবশ্য এমন উচ্চগতিতে গাড়ি চালানোর কারণ এখনো জানা যায় নি। দুর্ঘটনা কবলিত ট্রেনটির ইঞ্জিন রেললাইনের পাশের খালে পড়ে যায়। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ট্রেনটির বগীগুলো।

প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত এবং সাড়ে তিনশ’র বেশি আহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ দুর্ঘটনা ঘটল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here