স্টাফ রিপোর্টার:

মনের মধ্যে থেকে উঠে আসা সত্যিকারের ভালোবাসা যে কেমন হতে পারে তা এই নাটক না দেখলে বুঝা যাবে না। এশা, অরণ্য, মিমি, শাহেদ বিশ্ববিদ্যালয়ের একই ক্লাসে পরে। এশা অরণ্যকে সহ্য করতে পারে না। কিন্তু অরণ্য ভালোবাসে এশাকে। আবার শাহেদ ভালোবাসে এশাকে। কিন্তু এশা শাহেদকে ভালো বন্ধু মনে করে।

এদিকে মিমি ভালোবাসে অরণ্যকে। এমনিই জটিল প্রেমের সম্পর্কে এগিয়ে যায় নাটকের কাহিনী। অনেক ঘটনার আবর্তে এশা আর অরণ্যর প্রেম হয়ে যায়। প্রেম থেকে বিয়ে।

এশা আর অরণ্যর ছেলের নাম আবির। এশা আর অরণ্য দুজনই চাকরি করে। দৈবক্রমে মিমি চাকরি পায় অরণ্যর অফিসে। অরণ্যকে পেয়ে মিমির বিশ্ববিদ্যালয়ের সেই ভালোবাসা আবার জেগে উঠে। এদিকে এশা অরণ্যকে এড়িয়ে চলতে থাকে। হঠাৎ অরণ্য দেখল মিমি লুকিয়ে প্রতিদিন শাহেদের সাথে দেখা করে।

এটা নিয়ে এশা আর অরণ্যর দূরত্ব বাড়তে থাকে। অরণ্য আস্তে আস্তে মিমির প্রতি দুর্বল হয়ে পরে। অরণ্য এশার কাছে ডির্ভোস চায়। অরণ্য কি এশাকে ডির্ভোস দিবে। তাহলে কি এশা শাহেদকে বিয়ে করবে? আর অরণ্য কি মিমিকে বিয়ে করবে? এশা-অরণ্যর এত দিনের ভালোবাসা কি সব ভুল ছিল? এশা আর অরণ্যর ছেলে আবিরের কি হবে? এসব অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবং একটি চিঠি  শিরোনামের এই নাটকটিতে।

নাটকটির কাহিনী ও চিত্রনাট্য: মাহবুব বাপ্পি, পরিচালনা করেছেন ইভান রেহান।

নাটকটিতে অভিনয় করেছেন: সজল, বিদ্যা সিনহা মীম, তানাজ রিয়া, কর্ণ, আফফান, লিজা আরো অনেকে।

এটি চ্যানেল নাইনে ১ নভেম্বর শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here