নিজস্ব প্রতিবেদক ::
লায়ন্স ক্লাব অব চিটাগাংপারিজাত এলিট ও বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল যৌথভাবে বিভিন্ন সার্ভিস কার্যক্রম পরিচালনা করার জন্য ঘাসফুলকে Appreciation Award প্রদান করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট’র ১৩তম চার্টার নাইট উপলক্ষে হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আয়োজিত
অনুষ্ঠানে লায়ন্স জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ এর কাছ থেকে ‘এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ঘাসফুল চেয়ারম্যান, সমাজবিজ্ঞানী ও চবি সিনেট মেম্বার ড. মনজুর-উল আমিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গর্ভণর লায়ন এস.কে শামসুদ্দিন আহমেদ সিদ্দিক পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী আশরাফুল আলম আরজু এমজেএফ, আইপিপিও লিও এডভাইজার এবং জোন চেয়ারপার্সন লায়ন পারভিন মাহমুদ এফসিএ এমজেএফ ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন ।