ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
এনসিসি ব্যাংক মঙ্গলবার (১০/১০/২০২৩ ইং) বাংলাদেশ ব্যাংকের সাথে “দীর্ঘ মেয়াদী অর্থায়ন সুবিধায় (বিবি-এলটিএফএফ)” অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশে রপ্তানিমুখী উৎপাদনকারক’কে প্রদত্ত ঋণের বিপরীতে মার্কিন ডলারে দীর্ঘমেয়াদী পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নুরুন নাহার এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট ও স্ট্র্যাজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট (এফএসএসএসপিডি) এর পরিচালক লিজা ফাহমিদা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, এনসিসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান ও মোঃ মাহবুব আলম এবং এসভিপিও গারমেন্টস্ সেল এর প্রধান এ.কে.এম জাহিদুল আলম সহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।