জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি, ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার। এ সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে বেশ কিছু কর্মসূচী হাতে নিয়েছে। যা অতিতের কোন সরকার নেয়নি। যেদিন এদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার অনুষ্ঠিত হবে,সেদিনই মুক্তিযোদ্ধারা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। কুষ্টিয়ার এই অঞ্চলটি ইতিহাস সমৃদ্ধ অঞ্চল। এখানে অনেক জ্ঞানী-গুণী মানুষের জন্ম হয়েছে। তিনি আরো বলেন, মহাজোট সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলেই মিরপুর-ভেড়ামারা অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিও ভুক্তি করা হবে। এ সরকার মানুষের সাথে ধোকাবাজীর রাজনীতি করে না। এ সরকার ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করছে। আগামীতে আরো উন্নয়ন হবে। দেশের উন্নয়ন করতে হলে দলমত নির্বিশেষে সকল কে এগিয়ে এসে দেশ গড়ার কাজে সামিল হতে হবে। তিনি সকল পেশার মানুষকে  বলেন যে সমস্যা অনুধাবন করে তা কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে আত্ননিয়োগ করতে হবে। তিনি বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন জাসদের আয়োজনে মালিহাদ ইউপি’র গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মালিহাদ ইউপি’র চেয়ারম্যান বদর উদ্দিন ভদুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন লাইট,জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সহ-সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা জাসদের আহবায়ক মহাম্মদ শরিফ, সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সাধারন সম্পাদক আহাম্মদ আলী। আরো বক্তব্য রাখেন জাসদ নেতা আব্দুল হামিদ, শওকত আলী, আবেদ আলী,গঞ্জের আলী, শিক্ষক আজিবার রহমান, কামরুজ্জামান মন্টু প্রমূখ। এর আগে তিনি বড়বাড়ীয়া রাসত্মা, আবুরী-মালিহাদ রাস্তা ও গোপিনাথপুর কুমার নদী খনন এবং আবাসন প্রকল্পের শুভ উদ্ধোধন ঘোষনা করেন। জনসভাটি সার্বিক পরিচালনা করেন জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবর রহমান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here