স্টাফ রিপোর্টার :: ঢাকার ভাষানটেক অবস্থিত এতিমখানাটিতে এতিম শিশুদের সাথে নিয়ে দুপুরের খাবার খেলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘এবেল এইড ফাউন্ডেশন’র সদস্যরা ও সংগঠনের শুভাকাঙ্খিগণ। এ সময় সকল মৃত্য ব্যক্তির জান্নাত কামনা করে দোয়া করা হয়।
সম্প্রতি এ অনুষ্ঠানে সংগঠনের প্রধান লুৎফর রহমান (হাসান), মোঃ বোরহান উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তখন লুৎফর রহমান (হাসান) বলেন, সকল মানুষের মধ্যে মানবতার শক্তি জাগ্রত করার মধ্য দিয়ে একটি সমতা ভিত্তিক পৃথিবী গড়ে তুলতে হবে।
মোঃ বোরহান উদ্দিন বলেন, এতিমরা সমাজে সুবিধা বঞ্চিত। তাই আমাদের যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো উচিত। ‘এবেল এইড ফাউন্ডেশন’র পক্ষ থেকে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।