ডেস্ক রিপোর্ট::  আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজের সংসদীয় আসন কুড়িগ্রামে প্রচার প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দীন আহমেদ। প্রচারণার পথ সভায় তিনি বলেন, এটা গতবারের মতো ভোট নয়, এবার যার ভোট সে দিতে পারবেন।সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রামেও সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে নির্বাচন হবে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের খলিলগঞ্জ ত্রিমোহনী এলাকায় পথসভায় এ কথা বলেন তিনি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দীন আহমেদ নির্বাচনী প্রচারণা শুরু করছেন। ঢাকা থেকে কুড়িগ্রামে আসার খবরে দলের নেতাকর্মীরা তাকে লাঙ্গল প্রতীক নিয়ে স্বাগত জানান। এছাড়া শত শত নারী-পুরুষ ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ মিছিল করেন।

পনির উদ্দিন আহমেদ বলেন, কুড়িগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারব। ভোট নিয়ে জনগণ আশঙ্কা করছেন তারা ভোট দিতে পারবেন কিনা। এ বিষয়ে কোনো ভয় নেই আপনারা স্বতঃফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। আশা করি কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, কুড়িগ্রাম-২ আসনে একাদশ জাতীয় নির্বাচনে মহাজোট থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here