ষ্টাফ রিপোর্টার ::  বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুৎ পরিস্থিতি এখন অনেক ভালো। আমরা চেষ্টা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে। কিন্তু এখনই দেশকে শতভাগ লোডশেডিংমুক্ত করা সম্ভব নয়। এটা করতে সময় ও বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “অনেক গ্রাহক আছেন যারা আগের দিন লাইন নিয়েই পরের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান। লোডশেডিং হলে গ্রাম থেকে অনেক গ্রাহক আমার ব্যক্তিগত মোবাইলে ফোন করে বলেন, ‘এটি কি বিদ্যুৎ অফিস? আমাদের এখানে এত ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই।’ এ বিষয়টি আমি খুব এনজয় করি।”

প্রতিমন্ত্রী বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গেলে শহরের সবগুলো লাইনকে ভূ-গর্ভস্থ লাইনে পরিণত করতে হবে। আমাদের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সক্ষমতা আরো বাড়াতে হবে। এটি করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। বিষয়টি সময় সাপেক্ষও। তবে আমাদের অঙ্গীকার আছে, আমরা দেশকে লোডশেডিংমুক্ত করব।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here