ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক শিশুসহ আটক ৫ জন বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে সাজা শেষে হিলি ইমেগ্রেশন দিয়ে বাংলাদেশে হস্থান্তর।

বন্দী প্রর্ত্যাবর্তন চুক্তি অনুযায়ি বিভিন্ন মেয়াদে সাজা শেষে শনিবাবার দুপুর সাড়ে ১১টায় ভারত হিলি ইমেগ্রেশনের ওসি আব্দুল মালেক হিলি স্থলবন্দরের জিরো পয়েন্ট গেট দিয়ে বাংলাদেশ হিলি ইমেগ্রেশন ওসি নুরুল ফেরদৌসের নিকট হস্তান্তর করেন।

হস্তান্তরকৃত কিশোররা হলেন -১। সমিত্র বেওয়া (৪০) পিতা মৃত্য হারসুন্দর রায় গ্রাম শিবপুর, পোষ্ট নওয়াপাড়া থানা বিরগঞ্জ জেলা দিনাজপুর, ২। একই গ্রামের তুলশি রয়ের মেয়ে রূপবালা রয় (৩০), ৩। একই গ্রামের রূপবালা ছেলে (শিশু) সৌরভ রায় (৫), ৪। একই থানার রসুলপুর গ্রামের কিটরা রায়ের ছেলে বাসুদেব রায় (৩২), ৫। একই জেলার বিরামপুর থানার জোদাবারি নুরুল মিয়ার ছেলে চিরম্নল সরকার (২২), ৬। একই জেলার কোতয়ালি থানান চৈওগোডাঙ্গা গ্রামের ইদ্রীস মিয়ার ছেলে ইসলাম (২৬)।

হস্তান্তরের সময় বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কোমান্ডার (সুবেদার) বেলায়েত হোসেন, ভারত বালুরঘাট পুলিশ হেড কোয়াটারের ইন্সপেক্টর অধির রায় ভারত হিলি সীমান্তের বিএসএফ আবতইর ক্যাম্পের  ইন্সপেক্টর এল,এস, রাথরসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/গোলাম মাহবুবুর রহমান/হিলি/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here