ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
২০১২ সালের ৪ঠা ফেব্রুয়ারি রাতে সাভারের নবীনগর এলাকা থেকে নিখোঁজ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল-মুকাদ্দাস এবং দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ। নিখোঁজের এক যুগ পরেও তারা এখনো মায়ের কোলে ফেরেনি।
নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘২০১২ সালের ৪ঠা ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী কিছু মানুষ আমাদের ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাস ভাইকে ধরে নিয়ে গিয়েছিলো। আমাদের ধারণা তারা ছিল আওয়ামী দুর্বৃত্ত। এক যুগ পার হলেও তারা এখনো ফিরে আসেনি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট চলে যাওয়ার পর আমরা ভেবে ছিলাম আমরা আমাদের ভাইদের ফিরে পাবো। কিন্তু তা না পেয়ে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে।’
‘৫ আগষ্টের পর অনেক গুম হওয়া নেতাকর্মীরা ফিরলেও তারা এখনো ফিরে নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের ভাইদের সন্ধান দিন। যদি আমাদের ভাইয়েরা জীবিত থাকে তাহলে তাদেরকে জীবিত ফিরিয়ে দিন, আর যদি তারা মৃত্যুবরণ করে থাকে তাহলে তাদের কবরের সন্ধান দিন।’
ক্যাম্পাস সূত্রে জানা যায়, তারা একসাথে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টার প্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন। সূত্র মতে, বাসটি সাভারের নবীনগর এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৮ থেকে ১০ জন আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ ক্যাম্পাসে না ফেরায় তাঁদের বন্ধুরা পরিবারকে জানান। এরপর অনেক খোঁজাখুঁজির করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here