মো: শাহীন :: বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় একটি বিরল প্রজাতির হনুমানের দেখা মিলেছে।
আজ মঙ্গলবার (২৬ মে)  সকাল ৯:৪৫ মিনিটে ঘুটাবাছা গ্রামের চার খাল এলাকায় হনুমানটির দেখা মেলে।
এ প্রজাতির হনুমান সচারাচর বাংলাদেশে দেখা যায় না। হনুমানটিকে দেখতে এলাকায় বিভিন্ন বয়সী মানুষ হনুমানটির পিছু পিছু ছুটতে থাকে। হনুমানটি বিভিন্ন জায়গায় কিছু সময়ের জন্য দাঁড়িয়ে আবার নিজের গতিতে চলতে থাকে।
উৎসুক জনতা যারা হনুমানটিকে দেখতে এসেছেন তাদের মধ্যে অনেকেই বলেন, এ প্রজাতির হনুমান সাধারণত আমাদের দেশে সচারাচর দেখা যায় না।  এ প্রজাতির নাকি ভারত দেখা যায়। অনেকের ধারণা হয়তো বন্যার সময় ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে। আবার কেউ কেউ বলেন, এ প্রজাতির হনুমানের দেখা সুন্দরবনে হয়তো পাওয়া যেতে পারে। সুন্দরবন যেহেতু এলাকা থেকে কাছে তাই সুন্দরবন থেকেও আসতে পারে।
লোকালয়ে চলে আসা এসব বন্য প্রাণীদের বনে ছেড়ে দেয়া উচিত বলে অনেকেই মত দেন। তা নাহলে এগুলো লোকালয়ে মানুষের হাতে মারা পড়তে পারে। বন্য প্রাণীটিকে বনে ছেড়ে দেয়ার ব্যবস্থা করতে স্থানীয়রা বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here