আন্তর্জাতিক ডেস্ক:

4bk7783ec91ab2b29p_800C450আমেরিকায় গত এক বছরে পুলিশের হাতে এক হাজারের বেশি নিহত এবং প্রায় ৫৪ হাজার আহত হয়েছে। এছাড়া প্রায় এক কোটি ২৩ লাখ মানুষকে গ্রেফতার করা হয়েছে বা তাদের বিরুদ্ধে তল্লাসি চালানো হয়েছে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। খবর-রেতে।

পেরিলস অফ পুলিশ অ্যাকশন: এ কশানারি টেল ফরম ইউএস ডাট সেটস নামের এ সমীক্ষায় আরো বলা হয়েছে, আগ্নেয়ান্ত্র ব্যবহারের ফলে মারাত্মক আহত হওয়াকে কেন্দ্র করে বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এতে আরো বলা হয়, প্রতি ১০ হাজার গ্রেফতার বা তল্লাসি চালানোর ঘটনায় প্রায় ৩৪ জন করে মারা পড়েছে। কৃষ্ণাঙ্গ, আদিবাসী আমেরিকান এবং হিস্পানিক জনগোষ্ঠীর মানুষ তুলনা মূলকভাবে বেশি মারা গেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here