ডেস্ক রিপোর্ট::  এক দফা বাস্তবায়নের কর্মসূচি হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। রোববার (৪ আগস্ট) সকাল ১০টার পর থেকেই এ সমাবেশে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার মানুষ যোগ দিচ্ছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা অধ্যাপক ওবায়দুল হাসান, লুৎফর রহমান, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি কবি আব্দুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, অধ্যাপক শামসুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক ডা. হারুনুর রশিদ, অ্যাডভোকেট সাইফুর রহমান, অধ্যাপক আব্দুল মান্নানসহ পেশাজীবী নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশটি সঞ্চালনা করছেন বিএফইউজে ও বিএসপিপি’র মহাসচিব কাদের গণি চৌধুরী।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নিচ্ছেন। ‘এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান ওঠে সমাবেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here