ঝিনাইদহ : দেশ ব্যাপি ৬০ ঘন্টা হরতাল সফল করার লক্ষে ২য় দিনে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় থানা রোডস্থ দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল মেইন বাসষ্টান্ড হয়ে শহরের গুরুত্ব্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে কালীবাড়ীর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা ১৮ দলীয় জোটের সদস্য সচিব মোঃ হামিদুল ইসলাম হামিদ এর সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ১৮ দলীয় জোটের আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, যুগ্ন-আহবায়ক রেজাউল ইসলাম মাস্টার, আনোয়ারুল ইসলাম রবি,গোলাম রব্বানী, উপজেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মিলন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম লস্কার, আরিফুর রহমান আরিচ, যুবনেতা মোহাম্মদ আলী, ইয়ানুর, পৌর যুবদলের সভাপতি জবেদ আলী, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, শাহীন লস্কার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্র দলের আহবায়ক আশরাফুজ্জামান রনি, যুগ্ন-আহবায়ক মোস্তাফা কামাল টিটো,জাহিদুল ইসলাম, টিটোন, জেলা জাসাস এর যুগ্ন-আহবায়ক আশানুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল হক খোকা, জালাল উদ্দিন, শাহ আলম বিটুল, এম ইউ কলেজ ছাত্র দলের আহবায়ক সোহেল রানা, সোনা, শুভ আহম্মেদ জনি, লিংকন, রাজু আহমেদ, তপু, আবু সাঈদ রনি, শ্রমিক নেতা ফরিদ উদ্দিন, আঃ রশিদ প্রমূখ।
সমাবশে নেতৃবৃন্দ বলেন সৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে সংবিধানের দোহায় দিয়ে গায়ের জোরে প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে এক তরফা নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে।
র্নিদলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবেনা এবং এক তরফা কোন নির্বাচন এদেশের মাটিতে হতে দেওয়া হবে না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত গণতন্ত্র পুণঃউদ্ধার ও র্নিদলীয় তত্বাবধায়ক সরকারে দাবীতে সকল নেতা কর্মীকে রাজপথে থেকে ১৮দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালনের উদাত্ব আহবান জানান এবং কালীগঞ্জ বাসীকে শান্তি পূর্ণভাবে হরতাল সফল করার জন্য আহবান জানান ।
নেতৃবৃন্দ ১৮ দলীয় জোটের নেতা ডাঃ নূরুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং গত রাতে ১৮ দলীয় জোটের সদস্য সচিব মোঃ হামিদুল ইসলাম সহ নেতা কর্মীদের বাসায় পুলিশী তলাশীর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আহমেদ নাসিম আনসারী/