ঢাকা: এক আকাশে তিন সূর্য! এটা কি সম্ভব? কিন্তু এমনই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হয়ে রইল মঙ্গোলিয়া।

শনিবার সকালে আকাশের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ মঙ্গোলিয়াবাসীর। একি! এতোদিনের পড়া ভূগোল কি তাহলে ভুল? সূর্যিমামার যমজ ভাই আছে তা তো জানা ছিল না? পাক্কা দুই ঘণ্টা এমন বিরল দৃশ্য আকাশে দেখা যায়।

এক প্রত্যক্ষদর্শী বললেন, ‘আমি বাড়িতেই ছিলাম, বন্ধুরা ফোন করে বলল, শিগগিরি বাইরে আয়, আকাশের দিক তাকা। একসঙ্গে তিনটা সূর্য দেখা যাচ্ছে। শুনেই তড়িঘড়ি দৌড় লাগালাম। সত্যিই আশ্চর্য ব্যাপার।’

ঘটনা সম্পর্কে মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিরল মহাজাগতিক এই ঘটনার নাম ‘ফ্যান্টম সান’ বা সূর্যের ছায়ামূর্তি। মাটি থেকে ৬ হাজার মিটার উঁচুতে বরফকণা জমে মেঘ তৈরি হয়। সূর্যের আলো মেঘের বিভিন্ন স্তরে প্রতিফলিত হয়ে তৈরি হয় সূর্যের প্রতিবিম্ব। এতেই তৈরি হয় সূর্যের যমজ।

বৈজ্ঞানিক ব্যাখা যাই হোক না কেন, আচমকা এমন দৃশ্যের সাক্ষী থাকতে পেরে বেজায় খুশি মঙ্গোলিয়াবাসী।

সূত্র: জি নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here