ডেস্ক রিপোর্ট::  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসের চাপায় পুলিশ কনস্টেবল ও এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হন।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতুর উত্তর থানা সংগ্লগ্ন বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এ সময় সেখানে ডিউটিতে থাকা পদ্মা সেতুর উত্তর থানার কনেস্টেবল মোতালেবসহ ৪ জন আহত এবং অজ্ঞাত এক নারী নিহত হন। পরে কনেস্টেবল মোতালেবসহ সবাইকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনেস্টেবলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রশিদ বলেন, গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মোতালেবকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর কর্তব্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আমার থানা এলাকার পাশেই সড়ক দুর্ঘটনা ঘটে। একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী নিহত হন। মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here