স্টাফ রিপোর্টার :: জিটিভিতে সরসরি সম্প্রচারিত হচ্ছে ‘বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে হোম সিরিজ’। প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্য বিরতিতে এবং মেষে জিটিভি প্রচার করবে বিশেষ ক্রিকেট টক শো ‘ক্রিকেট এক্সট্রা’। মারিয়া নূরের উপস্থাপনায় প্রতিদিনের এ অনুষ্ঠানে ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করবেন খেলার বিভিন্ন দিক নিয়ে।
পাশাপাশি একজন সেলিব্রেটিও থাকবেন। যিনি ক্রিকেট নিয়ে তার স্মৃতিচারণ করবেন।
২১ নভেম্বর ‘বাংলাদেশ বনাম জিম্ববুয়ের প্রথম ওয়ানডে ম্যাচ-এ অতিথি হিসেবে জিটিভির স্টুডিওতে আসছেন ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর।
৩টি টেস্ট, ৫টি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে এই সিরিজে। জিটিভি ‘বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে হোম সিরিজ’ সিরিজের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে।
অনন্ত জাহিদ, নজরুল ইসলাম খান ও সোহেল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি ম্যাচ শুরুতে এবং মাঝ বিরতিতে এবং ম্যাচের শেষে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।