আ হ ম ফয়সল, ঢাকা

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় অন্যান্য দিনের তুলনায় উপস্থিতি কম ছিল। নবম দিন মেলায় নতুন বই এসেছে ১২৯টি।
বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘ভাষা-সংগ্রামী অজিতকুমার গুহ, মুনীর চৌধুরী এবং মোজাফ্‌ফর আহমদ চৌধুরী’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শান-নু কায়সার, এ. এম. মাসুদুজ্জামান এবং হারুন-অর-রশিদ। আলোচনা করেন আফসার আহমদ, আলী হোসেন এবং মাসরুর শাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুজ্জামান খান।
বক্তারা বলেন, এই তিনজন ভাষা-সংগ্রামী ছিলেন সত্য ও সুন্দরের পূজারি। তাঁরা মৃত্যুভেদী জীবনের গান গেয়েছেন, স্বদেশ ও মানুষের জন্যে। ব্যক্তিগত কৃতির মধ্য দিয়ে তাঁরা ধারণ করেছেন বাংলার গণআত্মাকে। ভাষা-সংগ্রামে তাঁদের অবদান কোনোদিন বিস্মৃত হবার নয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক মঞ্চায়ন করে নাট্যদল ‘সময়’।

এ দিন মেলায় আসা কয়েকটি নতুন বই হচ্ছে- মো ওমর হায়দার’র কবিতাগুচ্ছ দেশাত্মবোধক ও ইসলামিক, প্রকাশ করেছে পাঠক সমাবেশ। জুলফিয়া ইসলাম’র প্রবন্ধ মনোসামাজিক বুদ্ধি, প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। অনু-নাজিব ওয়াদুদ’র উপন্যাস জননায়ক, প্রকাশ করেছে সন্দেশ। ড. মো: আনোয়ার হোসেন’র মুক্তিযুদ্ধ বিষয়ক মহান মুক্তিযুদ্ধ ও ৭ই নভেম্বর অভ্যুত্থানে কর্নেল তাহের, প্রকাশ করেছে আগামী প্রকাশনী। ধ্রুব এষ’র সায়েন্স ফিকশন অ্যালিয়ন, প্রকাশ করেছে নালন্দা। প্রবীর ঘোষ’র গল্প শরৎচন্দ্রের মজলিসী প্রকাশ করেছে অবসর প্রকাশনা। মুসা ইব্রাহীম’র অভিযান কাহিনী মিশন বঙ্গোপসাগর ও কিলিমানজারো, প্রকাশ করেছে ঐতিহ্য। মুহাম্মদ হারুন অর রশীদ নেকী’র ছেটগল্প অজানা বনের রহস্য, প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। রবিশঙ্কর মৈত্রী’র বই ‘বাংলা উচ্চারণের নিয়ম, প্রকাশ করেছে শব্দশৈলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here