অনেক দিন আগে কয়েকটি গল্প লিখেছিলেন বিদ্যা সিনহা মিম। এবার সেই গল্পগুলোর সঙ্গে আরো কয়েকটি গল্প যোগ করে একটি গল্পগ্রন্থ প্রকাশ করছে শব্দ প্রকাশনী। বইটির নাম ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। এতে মিমের লেখা সাতটি গল্প থাকছে। গল্পগুলোর শিরোনাম ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’, ‘অব্যক্ত ভালোবাসা’, ‘অসমাপ্ত ভালোবাসা’, ‘নির্লিপ্ত’, ‘ছোঁয়া’, ‘ময়না’ ও ‘গোপনীয়তা’। আজ থেকে বইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে। এ প্রসঙ্গে মিম বলেন, ‘কিছুদিন আগে শব্দ প্রকাশনী থেকে
একজন লোক এসেছিলেন আমার শুটিং স্পটে। কথায় কথায় তিনি জানতে পারলেন আমার লেখা গল্পগুলোর কথা। ব্যস, সেই থেকে তিনি পিছু ছাড়ছেন না। অগত্যা তাঁর উৎসাহে রাত জেগে পুরনো গল্পগুলো একটু ঘষামাজা করলাম, লিখে ফেললাম আরো কয়েকটি গল্প। আমি লেখক নই, তবু চেষ্টা করেছি। পাঠকের ভালো লাগলে উৎসাহ পাব আরো লেখার।’