বাংলাদেশের রাজধানী ঢাকায় বুধবার থেকে শুরু হয়েছে মাস ব্যাপী একুশের বই মেলা৻
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমী চত্ত্বরে এই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন৻
এবারের বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছয়শোর বেশি স্টল রয়েছে৻
বই মেলায় শেখ হাসিনা তাঁর উদ্বোধনী ভাষণে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানার তাগিদ দেন৻ এক্ষেত্রে তিনি লেখক-প্রকাশকদেরও তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন৻
বাংলা একাডেমীর এবারের একুশের বই মেলা চলবে ২৯শে ফেব্রুয়ারী পর্যন্ত৻
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বিবিসিকে জানিয়েছে, এবার মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের সংখ্যা যেমন বেড়েছে তেমনি আঙ্গিকের দিক থেকেও অনেক পরিবর্তন আনা হয়েছে৻
তিনি আরও জানান, এ বছর যেহেতু ভাষা আন্দোলনের ষাট বছর পূর্তি হচ্ছে, তাই বই মেলাকে ঘিরে যেসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেগুলোতেও তার প্রতিফলন থাকছে৻
শামসুজ্জামান খান জানান, বাংলা একাডেমী এবারের বই মেলায় ৫০টির বেশি বই প্রকাশ করছে৻ এর মধ্যে ভাষা আন্দোলন নিয়েও কয়েকটি বই আছে৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার