গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক ছিলো।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি সিআ্যন্ডএফএজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিলো। আজ সোমবার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম আবারও চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন,বন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here