গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা পণ্য আমদানি শুরু হয়েছে। শেখ হাসিনার দেশত্যাগের পর সংঘাত এড়াতে ভারতীয় ৯৬ জন চালক (খালাসি) পণ্যবাহী ট্রাক রেখে চলে গেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম হয়ে চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এদিকে সোমবার বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
জানা যায়, এর আগে গত দুদিনে ৯৬ জন ভারতীয় চালক বিভিন্ন পণ্যের ট্রাক নিয়ে বাংলাদেশে আসেন। চলমান দেশে সংঘাতের কারণে তাদের পরিবার ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ থেকে তাদের (খালাসি) চালকদের ফেরত চায়। এরই প্রেক্ষিতে ৩ টার দিকে তাদের ফেরত কার্যক্রম শুরু হয়।
বাংলা হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি আব্দুল আজিজ জানান, সকাল থেকে হিলি দিয়ে আমদানি-রপ্তানি চালু করতে আমরা এখানকার বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের চালকদের ফেরত চায়। পরে আমরা তাদের ফেরত দেই।
বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন,চলমান পরিস্থিতিতে বাংলাদেশে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকদের পরিবার অনেকটা উৎকণ্ঠায় ছিল। পরিবারের লোকদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাদের খালাসিদের ফেরত দিয়েছি। আশা করি আমদানি রপ্তানিতে এর কোনো প্রভাব পড়বে না। তবে আজ শুধু কাঁচা পণ্য বন্দরে প্রবেশ করেছেন। আগামীকালকে
সবধরণের পণ্যে আমদানি হবে।
হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানান,বন্দরের ভারতীয় শ্রমিকদের কোনো সমস্যা হয়নি। এখানে ট্রাকের (খালাসিরা) চালকরা নিরাপদে ছিলেন। বন্দরের ভেতরের সব কার্যক্রম স্বাভাবিক আছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভারতীয় ১৩ টি ট্রাকে ৩৭৬ মেট্রিকটন পেঁয়াজ ও ১১ টি ট্রাকে ৯৫ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।