গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
একদিনেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এলো ২ হাজার ৩৫৭ টন পেঁয়াজ।পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ থেকে ২৮ টাকা কেজি দরে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে,বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে।তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। গতকাল রোববার (৯ জুলাই) সকাল থেকে বিকেলে পর্যন্ত একদিনেই ভারতীয় ৭৮ টি ট্রাকে দুই হাজার ৩৫৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা বলেন,আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের দাম বেড়ে ছিলো।সরকার আমদানির অনুমতি দেওয়ার পর কমেছে দেশীয় ও ভারতীয় পেঁয়াজের। এখন বাজারে খুব কম পাওয়া যাচ্ছে দেশীয় পেঁয়াজ। আমরা বন্দর থেকে পেঁয়াজ কিনে বিভিন্নস্থানে পাঠাচ্ছি।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন,বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এছাড়া মৌসুমের শেষের দিকের পেঁয়াজ হওয়ায় আমদানি করা পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে,একারণেও দাম কমছে।আর কিছু দিন পর খুচরা বাজারে ২০ থেকে ২৫ টাকায় ভারতীয় পেঁয়াজ পাওয়া যাবে।