টেকনাফ প্রতিনিধি ::

টেকনাফে এক জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ। সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞায় সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদ সাগরপাড়ে জাল ফেলেন। এতে পোয়া মাছটি তার জালে আটকা পড়ে বলে জানান।

শুক্রবার (১৪ জুলাই) ভোরে জালে ধরা পড়ে মাছটি।

দুপুর সাড়ে ১২টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটে নিয়ে এলে মাছটি দেখতে মানুষ ভিড় করেন। প্রথমে মাছটি সাত লাখ টাকা দাম হাঁকালেও পরে স্থানীয় এক মাছ ব্যবসায়ী চার লাখ টাকায় কিনে নেন।
জেলে সৈয়দ আহমদ বলেন, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তাতে ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরা সম্ভব হচ্ছে না।
তাই সাগরের অদূরে বুক সমান পানিতে নেমে কয়েকজন জেলে জাল ভাসাই। আজ (শুক্রবার) ভোরে জাল তোলার সময় বড় পোয়া মাছটি দেখতে পাই।
স্থানীয় জেলেরা জানান, সাগরে ৬৫ দিনের মাছ ধরা বন্ধ থাকায় মাছগুলো অবাধে বিচরণ করছে। অনেক বড় মাছ উপকূলের কাছাকাছি চলে আসছে।
তাই সাগরের খুব কাছেই জাল ফেললে এসব মাছ ধরা পড়ছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here