মুম্বাই: ৪০তম জন্মদিন পালন করছেন সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর সারা বিশ্বে জনপ্রিয় মুখে পরিণত হন এই ভারতীয় নারী।
সারা বিশ্বেই হয়েছেন সম্মানিত। তার মূল্যবোধ ও স্টাইলসহ সবকিছুতেই রয়েছে পরিবারের প্রভাব।
খ্যাতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও তার পারিবারিক বন্ধন এতটুকু চিড় ধরেনি।
ভারতের কর্নাটকের ম্যাঙ্গালুরে কৃষ্ণরাজ ও বৃন্দার ঘরে জন্ম ঐশ্বরিয়ার। তার বড় ভাই আদিত্য রায় পেশায় নৌবাহিনীর ইঞ্জিনিয়ার। মেডিসিন ও স্থ্যাপত্যবিদ্যা নিয়ে পড়াশুনা করলেও মডেলিংয়ের জন্য পড়াশুনা ছেড়ে দেন।
পাঁচ বছর গান করেছেন। ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে তার। ১৯৯১ সালে সুপার মডেল খেতাব জিতে নিয়ে আমেরিকান ভেগ সাময়িকীতে জায়গা করে নেন।
১৯৯৭ সালে মনি রত্মমের তামিল ছবি ‘ইরুভার’ দিয়ে যাত্রা শুরু করেন ঐশ্বরিয়া। ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। ববি দেওলের বিপরীতে ‘ঔর পেয়ো হো গায়া’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন।
কিন্তু ছবিটি তো ব্যর্থ হয়েছিলই পাশাপাশি ঐশ্বরিয়ার অভিনয় সামর্থ্যও প্রশ্নের সম্মুখীন হয়েছিল।
এরপর বলিউডের ‘ব্যাড বয়’ হিসেবে খ্যাত সালমানের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়েন ঐশ্বরিয়া। ১৯৯৯ সালে আবারো ক্যারিয়ার শুরু করেন তিনি। সালমান-ঐশ্বরিয়ার জুটির ‘হাম দির দে চুকে সানাম’ ব্লকবাস্টার হিট।
২০০১ সালে সালমান-ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক ভেঙে যায়। সালমানের বিরুদ্ধে মৌখিক, শারীরিক ও আবেগীয় নিষ্পেষণের অভিযোগ এনেছিলেন ঐশ্বরিয়া।
তবে ২০০৯ সালে এসে সালমান ঐশ্বরিয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একজন নারীকে আমি পিটিয়েছি এটা কখনই সত্য নয়।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পর বিবেক ওয়েবয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। ঐশ্বরিয়ার ৩০তম জন্মদিনে ৩০টি উপহার দেন বিবেক। তবে ঐশ্বরিয়া বিবেকের সঙ্গে তার সম্পর্কের কথা কখনই গণমাধ্যমে স্বীকার করেননি।
২০০৭ সালে ২০ এপ্রিল ঐশ্বরিয়া অভিষেক বচ্চনকে বিয়ে করেন। এরপর থেকেই বলিউডের সেরা দম্পতি হিসেবে বিবেচিত হন তারা।
২০১১ সালের ১৬ নভেম্বর মেয়ে শিশু আরাধ্যার জন্ম দেন ঐশ্বরিয়া। ২০১২ সালে সেপ্টেম্বরে ইউনিএইডের শুভেচ্ছাদূত নিযুক্ত হন তিনি। একই বছর ফ্রান্স থেকে আর্টস অব লেটার খেতাব পান ঐশ্বরিয়া।
২০০৪ সালের অক্টোবরে মাদাম তুসোতে স্থান পায় তার মোমের মূর্তি। মাদাম তুসোতে এ পর্যন্ত ছয়জন তারকার মূর্তি স্থান পেয়েছে। এরমধ্যে দ্বিতীয় বলিউড তারকা হলেন ঐশ্বরিয়া। প্রথম তার শ্বশুর অমিতাভ বচ্চন।