ডেস্ক রিপোর্ট::  স্ত্রীর করা মামলায় ২০২১ সালে বরখাস্ত হয়েছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লিয়াকত আকবর। সাময়িক বরখাস্তের দুই বছর পর লিয়াকত আকবরের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা।

রোববার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে৷ এতে সই করেছেন
জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম৷

আদেশে বলা হয়, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রজ্ঞাপনমূলে প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here